দেশজুড়ে

কেন্দ্রের পাশে গোলাগুলির ঘটনায় ছাত্রদল কর্মী আটক

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) উপনির্বাচনে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় আবু সুফিয়ান অন্তু (২৭) নামের এক ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ।

Advertisement

শনিবার (৯ মার্চ) দুপুরে নগরীর রাজাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আবু সুফিয়ান অন্তু কুমিল্লা মহানগর ছাত্রদলের সদস্য।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ভূঁইয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

এর আগে সকাল সোয়া ১০টার দিকে ১৯ নম্বর ওয়ার্ডের এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশে মেয়র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার (বাস প্রতীক) ও সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিজাম উদ্দিন কায়সারের (ঘোড়া প্রতীক) সমর্থকদের মধ্যে গোলাগুলি হয়। এসময় দুজন গুলিবিদ্ধ হন।

এ ঘটনার পর ভোটের পরিস্থিতি শান্ত রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ছাত্রদল নেতা অন্তুকে আটক করে।

এ বিষয়ে আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, গোলাগুলির পর এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পেলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

জাহিদ পাটোয়ারী/এনআইবি/জেআইএম

Advertisement