লোহিত সাগার ও এডেন উপ-সাগরে মার্কিন ডেস্ট্রয়ার বা ছোট রণতরীতে হামলার দাবি করেছে ইরান সমর্থিত ইরানের হুথি বিদ্রোহীরা। শনিবার (৯ মার্চ) ইরানের হুথি বিদ্রোহীদের মুখপাত্র এই দাবি করেন।
Advertisement
এক টেলিভিশন ভাষণে ইয়াহিয়া স্যারি বলেন, ৩৭টি ড্রোন দিয়ে লোহিত সাগর ও এডেন উপ-সাগরে মার্কিন ডেস্ট্রয়ারে হামলা চালানো হয়েছে।
আরও পড়ুন>
গাজায় প্লেন থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে ৫ ফিলিস্তিনি নিহত ইস্তাম্বুলে এরদোয়ান-জেলেনস্কির বৈঠক, শান্তি আলোচনার প্রস্তাবগাজায় যুদ্ধবিরতি কার্যকর ও ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে গত কয়েক মাস ধরেই লোহিত সাগরে পশ্চিমাদের জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুথি। এতে সেখানে প্রায় অচলাবস্থা দেখা দিয়েছে।
Advertisement
এর আগে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বাণিজ্যিক ও সামরিক জাহাজের জন্য হুমকি এমন ১৫টি ড্রোন ধ্বংস করা হয়েছে।
এদিকে ইসরায়েলি বাহিনীর হাতে অবরুদ্ধ গাজায় প্লেন থেকে ফেলা ত্রাণ অনিয়ন্ত্রিতভাবে মাথায় পড়ে অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
একজন প্রত্যক্ষদর্শী ও গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, একটি প্যারাসুটে বাধা ত্রাণ সঠিকভাবে না পড়ায় এই দুর্ঘটনাটি ঘটে এবং এতে পাঁচজন মারা যান।
গত ৭ অক্টোবরের পর হামলায় গাজায় প্রায় ৩১ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৭২ হাজারের বেশি।
Advertisement
সূত্র: আল-জাজিরা
এমএসএম