প্রথম ইনিংসে পুঁজিটা খুবই কম, মাত্র ১৬২ রানেই গুটিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। জবাবে ৪ উইকেটে ১২৪ রান নিয়ে প্রথম দিন শেষ করা অস্ট্রেলিয়াও চাপে ছিল।
Advertisement
ম্যাট হেনরির দুর্দান্ত বোলিংয়ে আজ (শনিবার) ২৫৬ রানেই অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। ৪৫ রান নিয়ে দিন শুরু করা মার্নাস লাবুশেন ৯০ রানে আউট হন। বাকিরা কেউ ত্রিশের ঘরও ছুঁতে পারেননি। হেনরি ৬৭ রান খরচায় একাই নেন ৭টি উইকেট।
জবাবে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৩৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে নিউজিল্যান্ড। স্বাগতিকদের লিড এখন ৪০ রানের।
শুরুতেই আউট হয়ে গিয়েছিলেন ওপেনার উইল ইয়ং (১)। তবে এরপর কেন উইলিয়ামসন আর টম লাথাম ১০৫ রানের জুটি গড়েন। হাফসেঞ্চুরি করে কেন উইলিয়ামসন (৫১) অবশ্য সাজঘরে ফিরে গেছেন। টম লাথাম ৬৫ আর রাচিন রাবিন্দ্র ১১ রানে অপরাজিত আছেন।
Advertisement
এমএমআর/এমএস