প্রবাস

কাঠমান্ডুতে সার্ক প্রোগ্রামিং কমিটির সম্মেলন সম্পন্ন

সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশনের (সার্ক) প্রোগ্রামিং কমিটির ৫৯তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৬ ও ৭ মার্চ দুই দিনব্যাপী, সার্ক সচিবালয় কাঠমান্ডুতে এ সম্মেলন আয়োজিত হয়। প্রোগ্রামিং কমিটির সমন্নিত অধিবেশন চার বছর পর অনুষ্ঠিত হয়েছে। এর আগে প্রোগ্রামিং কমিটির ৫৭তম অধিবেশন ২০১৯ সালের ১৯ ডিসেম্বর কাঠমান্ডুর সার্ক সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছিল, যখন ৫৮তম অধিবেশনটি কার্যত ২০২০ সালের ১৫ ডিসেম্বর এ অনুষ্ঠিত হয়।

Advertisement

নেপাল সরকার বর্তমানে সার্কের জাতীয় ফোকাল পয়েন্ট এবং সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক বিভাগের প্রধানদের (যুগ্ম সচিব/মহাপরিচালক) সমন্বয়ে গঠিত সার্ক প্রোগ্রামিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছে, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।

নেপাল সরকারের পররাষ্ট্র সচিব এবং সার্ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন এইচ.ই.মিস সেবা লামসাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রোগ্রামিং কমিটির উদ্বোধনী অধিবেশনে অংশগ্রহণ করেন। তার উদ্বোধনী ভাষণে, প্রোগ্রামিং কমিটির অধিবেশনে প্রতিনিধিদের স্বাগত জানানোর সময়, পররাষ্ট্র সচিব প্রোগ্রামিং কমিটিসহ সার্কের চার্টার বডিগুলির নিয়মিত সভা করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সার্কের বর্তমান চেয়ারম্যান হিসেবে, পররাষ্ট্র সচিব নেপাল সরকারের সার্ক প্রক্রিয়া পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, সার্ক সম্মিলিতভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে দক্ষিণ এশিয়ায় শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য সার্ককে কার্যকরী প্ল্যাটফর্ম হিসেবে স্বীকৃতি দিয়ে তিনি বলেন, বাণিজ্য, অর্থ, পরিবহন, বিদ্যুৎ, সংযোগ এবং জনগণের মধ্যে যোগাযোগের মতো ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার জন্য এই সমিতির বিপুল সম্ভাবনা ও পরিচিতি রয়েছে।

Advertisement

উদ্বোধনী অধিবেশনে সার্কের মহাসচিব মো. গোলাম সারওয়ারও বক্তব্য দেন। মহাসচিব তার ভাষণে সার্ককে আরও বেশি করে ‘জন-কেন্দ্রিক’ করার জরুরি প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন যেন এই অঞ্চলের মানুষের আস্থা ও আস্থা অর্জন করা যায়।

সার্কের চার্টার লক্ষ্য অর্জনে আন্তঃসরকারি প্রচেষ্টাকে পরিপূরক করার জন্য তিনি জনগণের মধ্যে যোগাযোগের পাশাপাশি সরকারি-বেসরকারি অংশীদারত্বের প্রচারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। সার্ক প্রক্রিয়াকে আরও গতিশীল করার জন্য, তিনি সার্ক সনদের অনুচ্ছেদ ৭-তে প্রদত্ত অ্যাকশন কমিটিগুলিকে সক্রিয় করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন, যেন দুইজনের বেশি সদস্যের সম্পৃক্ততার সঙ্গে প্রকল্প-ভিত্তিক উপ-আঞ্চলিক সহযোগিতার পথ দেওয়া যায়।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, সার্ক সচিবালয় আঞ্চলিক সহযোগিতার প্রক্রিয়াকে প্রাণবন্ত রাখতে এবং সার্কের বিশ্বব্যাপী দৃশ্যমানতা বাড়াতে তার উন্নয়ন অংশীদার এবং পর্যবেক্ষক রাষ্ট্রগুলোর সঙ্গে সার্কের সম্পৃক্ততা জোরদার করার প্রচেষ্টাকে দ্বিগুণ করেছে।

তার বক্তব্যের সমাপ্তিতে রাষ্ট্রদূত সারওয়ার বলেন, ‘আমরা ব্যক্তিগতভাবে শক্তিশালী, কিন্তু আমরা সমষ্টিগতভাবে সবচেয়ে শক্তিশালী। আমরা যদি বড় হই তবে আমরা ছাদ ছুঁতে পারি, কিন্তু আমরা যদি একসাথে থাকি তবে আমরা আকাশ ছুঁতে পারি’

Advertisement

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আঞ্চলিক সংস্থা বিভাগ) রিতা ধিতাল, কমিটির বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রোগ্রামিং কমিটির ৫৯তম অধিবেশনের সভাপতিত্ব করেন। তার সূচনা বক্তব্যে, চেয়ার কাঠমান্ডুতে প্রোগ্রামিং কমিটির ৫৯তম অধিবেশন অনুষ্ঠিত করার জন্য সদস্য রাষ্ট্রগুলোকে তাদের সম্মতির জন্য ধন্যবাদ জানান।

চেয়ারম্যান কাঠমান্ডুতে প্রোগ্রামিং কমিটির ব্যক্তিগত অধিবেশনে সার্কের জাতীয় ফোকাল পয়েন্ট এবং সদস্য দেশগুলোর প্রতিনিধিদের স্বাগত জানান। তিনি বিশ্বাস ব্যক্ত করেন, সক্রিয় অংশগ্রহণ এবং জাতীয় ফোকাল পয়েন্টগুলোর অন্তর্দৃষ্টিপূর্ণ হস্তক্ষেপের মাধ্যমে, কমিটি সফলভাবে তার কাজ সম্পাদন করতে সক্ষম হবে।

কাঠমান্ডুতে আহ্বান করা, প্রোগ্রামিং কমিটির দুই দিনের অধিবেশন তার শেষ অধিবেশন থেকে আঞ্চলিক সহযোগিতার বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয় এবং যেসব ক্ষেত্রে কাজের অগ্রগতি স্থবির ছিল সেসব ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেয়। কমিটি ২০২৪ সালের জন্য সার্ক সচিবালয়, বিশেষায়িত সংস্থা এবং আঞ্চলিক কেন্দ্রগুলোর কার্যক্রমের বাজেট এবং ক্যালেন্ডার চূড়ান্ত করেছে। এটি দক্ষিণ এশীয় আঞ্চলিক মান সংস্থার মহাপরিচালক হিসাবে নিয়োগের জন্য পাকিস্তান থেকে ড. শাহজাদ আফজালের মনোনয়নও চূড়ান্ত করেছে।

প্রোগ্রামিং কমিটির ৫৯তম অধিবেশনে সার্কের বিভিন্ন রাজধানী থেকে বিশেষ সংস্থা এবং আঞ্চলিক কেন্দ্রের প্রধানরা অংশ নেন।

এমআরএম/এমএস