প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদযাপন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। এ উপলক্ষে শুক্রবার ডিআরইউ’র কর্মসূচির মধ্যে ছিল নারী সদস্যদের নিয়ে র্যালি ও কেক কাটা।
Advertisement
ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিনের নেতৃত্বে র্যালিটি বেলা ১১টায় ডিআরইউ চত্বর থেকে শুরু হয়। পরে বারডেম-২ হাসপাতাল হয়ে ডিআরইউতে এসে শেষ হয়।
র্যালি শেষে ডিআরইউ নেতারা উপস্থিত সব সদস্যকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানান। ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে নারী দিবস উপলক্ষে কেক কাটা হয়। নারী সদস্যদের আড্ডায় আজ ডিআরইউ চত্বর ও বাগান ছিল উৎসবমুখর।
র্যালিতে ডিআরইউ’র অর্থ সম্পাদক মো. জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, নারী বিষয়ক সম্পাদক মাহমুদা ডলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রাশিম (রাশিম মোল্লা), ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, কার্যনির্বাহী সদস্য ফারহানা ইয়াছমিন (জুঁথি), রফিক মৃধা, মো. শরীফুল ইসলামসহ ডিআরইউ’র সাবেক নেতা এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
Advertisement
কর্মসূচিতে অংশ নেওয়া সবাইকে স্কয়ার এবং ইউনিলিভারের সৌজন্যে টি-শার্ট ও গিফট দেওয়া হয়।
এনএইচ/জেডএইচ/এমএস