তথ্যপ্রযুক্তি

ইউটিউব ভিডিও থেকে জিআইএফ ভিডিও বানাবেন যেভাবে

ইউটিউব বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। যেখানে আপনার বিনোদনের খোরাক মেটাতে পারেন খুব সহজেই। সিনেমা, গান, নাটক সব কিছুই রয়েছে এখানে। এছাড়া ইউটিউব থেকে অনেকেই মাসে লাখ লাখ টাকা আয় করছেন।

Advertisement

ইউটিউবে ভিডিও দেখার সময় অনেক ক্লিপ পছন্দ হয়ে যায় কিংবা বিভিন্ন ভাবনার সঙ্গে মিলে যায়। এসব ভিডিও থেকে খুব সহজেই কিছু জিআইএফ ভিডিও বানাতে পারবেন।

এজন্য আপনাকে একটি ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। এমন অনেক ওয়েবসাইট আছে। তবে সহজভাবে করতে চাইলে এই ওয়েবসাইটগুলোর মধ্যে একটি হলো জিপিই বা জিআইপিএইচওয়াই। এটি একটি জনপ্রিয় ওয়েবসাইট, যার সাহায্যে আপনি সহজেই যে কোনো ইউটিউব ভিডিওকে জিফে পরিণত করতে পারবেন।

আরও পড়ুন

Advertisement

ইউটিউবে এখন আয় হবে বেশি, এলো নতুন ফিচার

এই ওয়েবসাইটে আপনি আপনার যে কোনও ছবি থেকে জিফ এবং স্টিকারও তৈরি করতে পারবেন। এটি আপনি বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন। এই প্ল্যাটফর্মটি ব্যবহার করতে আপনাকে আপনার ইমেল আইডি দিয়ে সাইন আপ করতে হবে। তারপরেই চালু হয়ে যাবে এই ওয়েবসাইট।

দেখে নিন কীভাবে কাজটি করবেন-

>> এজন্য প্রথমে আপনাকে জিপিই ওয়েবসাইটে যেতে হবে।>> এবার আপনাকে ওয়েবসাইটের উপরের ডানদিকে তৈরি বোতামে ট্যাপ করতে হবে।>> তারপর আপনাকে লোডিং পেজে ইউটিউব ভিডিয়ো লিঙ্কের ইউআরএল কপি এবং পেস্ট করতে হবে।>> এবার একটি নতুন উইন্ডো দেখতে পাবেন, এখানে আপনি ভিডিয়োর যে কোনো নির্দিষ্ট অংশ ট্রিম করতে পারবেন, যা আপনি জিফ করতে চান।>> আপনাকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে এবং কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে।>> প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেলে, আপনি ‘কন্টিনিউ টু আপলোড’ বা ‘ডাউনলোড’ অপশনে ট্যাপ করতে পারেন।>> একটি নতুন স্ক্রিন দেখতে পাবেন। তাতে ‘ট্যাগস’ এবং ‘সোর্স ইউআরএল’ ও দিতে পারবেন।

সূত্র: দ্য ইন্ডিয়ান টাইমস

Advertisement

কেএসকে/এমএস