দেশজুড়ে

‘এই রক্তখেকো জানোয়ারদের হত্যা করতে হবে’ পোস্টার ঘিরে আতঙ্ক

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে বেনামে সাঁটানো পোস্টার নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। নির্বাচনের দুইদিন এমন পোস্টার কে বা কারা টানালো তা নিয়ে নগরজুড়ে চলছে নানা আলোচন।

Advertisement

মহান মুক্তিযুদ্ধ চলাকলে জেনারেল ইয়াহিয়ার মুখের ছবি দিয়ে চিত্রশিল্পী কামরুল হাসানের আঁকা এই জানোয়ারদের হত্যা করতে হবে পোস্টারটির আদলে ময়মনসিংহ নগরীতে সাঁটানো হয়েছে পোস্টাটি। তবে একটি নতুন কথা যুক্ত করা হয়েছে। লেখা রয়েছে ‘এই রক্তখেকো জানোয়ারদের হত্যা করতে হবে। কাকে উদ্দেশ্য করে কারা এই পোস্টার সাঁটিয়েছে এ প্রশ্ন এখন সবার মুখে।

তবে পুলিশ বলছে, যারা পোস্টার সাঁটিয়েছে তাদের শনাক্তের চেষ্টা চলছে।

বুধবার (৬ মার্চ) সকাল থেকেই নগরীর বাসিন্দারা আশপাশের দেয়ালে দেখা যায় এমন রহস্যময় পোস্টার। পোস্টার দেখে কয়েকজন বলেন, সিটি নির্বাচনকে ঘিরে আতঙ্ক তৈরি করতে সাঁটানো হয়েছে এই পোস্টার। তবে এ ধরনের লেখা সম্বলিত পোস্টার দেখলে যে কেউ আঁতকে উঠবেন।

Advertisement

সাইদুল ইসলাম নামে এক দোকানি বলেন, শনিবার (৯ মার্চ) সিটি করপোরেশন নির্বাচনের আগমুহূর্তে নগরীতে ভীতিকর পোস্টার সাঁটানো উদ্দেশ্যমূলক। কারা এই পোস্টার সাঁটিয়েছে তা কেউ জানে না। নির্বাচনকে ঘিরে উত্তেজনা তৈরির জন্য কেউ এমনটি করে থাকতে পারে।

সুজনের মহানগর শাখার সাধারণ সম্পাদক আলী ইউসুফ বলেন, পোস্টারটি মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যুক্ত প্রকৃত পোস্টারটি বিকৃত করে করা হয়েছে। বিভ্রান্তি ছড়ানোর জন্য এটি করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে যে কাউকে ইঙ্গিত করে এটি করা হয়েছে বলে মনে হচ্ছে। কোনো ধরনের পোস্টার যখন বিভ্রান্তি ছড়ায় তখন সাধারণ মানুষ উদ্বিগ্ন থাকে। যারা এমন ঘটনায় যুক্ত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

জেলা নাগরিক আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শিব্বির আহমেদ লিটন বলেন, বেনামী যে কোনো জিনিস প্রচার সমাজ ও রাষ্ট্রের জন্য বিভ্রান্তিকর। বেনামী পোস্টার যারা লাগায় রাষ্ট্রযন্ত্রের উচিত তাদের প্রতিহত করা। দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে এ ধরনের কোনো বিষয় বেনামে প্রচার করলে সমাজে অস্থিরতা তৈরি হয়। নির্বাচনকে কেন্দ্র করে অস্থিরতা আরও প্রকট হয়।

জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, কারা কী উদ্দেশ্যে এসব পোস্টার সাঁটিয়েছে তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

Advertisement

মঞ্জুরুল ইসলাম/এএইচ/এমএস