স্বাস্থ্য

বিএসএমএমইউয়ের নিজ ক্যাম্পাসে প্রথমবার ভর্তি পরীক্ষা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিজস্ব ক্যাম্পাসে প্রথমবারের মত মেডিক্যাল শিক্ষায় স্নাতকোত্তর কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শুক্রবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হল পরিদর্শন শেষে এ কথা জানিয়েছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, প্রথমবারের মত নিজস্ব ক্যাম্পাসে স্নাতকোত্তর ভর্তি পরীক্ষা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আরেকটি নতুন মাত্রা যুক্ত হলো।

ডা. শারফুদ্দিন বলেন, এবারের ভর্তি পরীক্ষা সুন্দর, সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় উপস্থিতিও ছিল সন্তোষজনক। এজন্য সবাইকে ধন্যবাদ জানাই। শুক্রবার রাতেই পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Advertisement

এবারের ভর্তি পরীক্ষা সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে চলে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ১০টি ও বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলের ২২টি কক্ষে এ পরীক্ষায় তিন হাজার ৯১০ জন চিকিৎসক অংশ নেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন,মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, মেডিক্যাল টেকোলোজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল হাকিম, পরিচালক (হাসপাতাল) ব্রি. জে. ডা. রেজাউর রহমানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ভর্তি পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এএএম/এমকেআর/জিকেএস

Advertisement