সাহিত্য

কাহ্নপা সাহিত্য পদক পাচ্ছেন ২ জন

নওগাঁ সাহিত্য পরিষদ প্রদত্ত ‘কাহ্নপা সাহিত্য পদক ২০২৪’ পাচ্ছেন ২ জন। এ বছর কবিতায় কবি আমিনুল ইসলাম ও ছোটকাগজ সম্পাদনায় কবি মিজানুর রহমান বেলাল এ পুরস্কার পাচ্ছেন।

Advertisement

৫ মার্চ দুপুরে নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি অরিন্দম মাহমুদ ও সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন এ ঘোষণা দেন।

আগামী ৮ ও ৯ মার্চ নওগাঁয় অনুষ্ঠিতব্য লেখক সম্মেলনে তাদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

পুরস্কার হিসেবে প্রত্যেকের জন্য থাকবে নগদ ১০ হাজার টাকা, পদক, সম্মাননাপত্র ও উত্তরীয়।

Advertisement

আরও পড়ুন

১০ লেখককে সম্মাননা দিলো অনুপ্রাণন প্রকাশন  বাংলাদেশে প্রথম ‘বিশ্ব বই প্রদান দিবস’ পালিত 

আয়োজকরা জানান, নওগাঁ সাহিত্য পরিষদ প্রতি বছর লেখক সম্মেলন করে থাকে। এবার সেখানে বাড়তি সংযোজন হিসেবে কাহ্নপা সাহিত্য পদক যুক্ত হলো। যা বাংলা সাহিত্যচর্চার ধারাকে আরও গতিশীল করবে।

আশরাফুল নয়ন বলেন, ‘চর্যাপদের বিখ্যাত কবি কাহ্নপার নাম অনুসারে এ পদকের নামকরণ করা হয়েছে। চর্যাপদ ও কাহ্নপার সঙ্গে নওগাঁর অবিচ্ছেদ্য ও ঐতিহাসিক সম্পর্ক তথা ঐতিহ্যকে তুলে ধরতে এ নামকরণ করা হয়েছে। প্রতি বছর এ পদক দেওয়া হবে।

এসইউ/জিকেএস

Advertisement