২০২৩-২৪ শিক্ষাবর্ষে অনলাইনে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ার কার্যক্রম চালু করার জন্য রাজশাহীর বেসরকারি শাহ মখদুম মেডিকেল কলেজকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
Advertisement
এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত ৪ মার্চ এ আদেশ দেন বলে জাগো নিউজকে নিশ্চিত করেন অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান।
ওইদিন আদালতে শাহ মখদুম মেডিকেল কলেজের রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান। আর রাষ্ট্র পক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।
রিটকারী আইনজীবী জানন, ২০২০ সালে ওই কলেজে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়। প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় কলেজটি শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন পায়নি। বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। রিটে শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নির্দেশনা চাওয়া হয়েছিল। তবে হাইকোর্ট শুধু রুল জারি করেছেন।
Advertisement
এরপরে ২০২১ সালে ওই রুলের বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন শাহ মখদুম মেডিকেল কলেজ। ওই আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালত বিষয়টি আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান।
এর আগে ২০২১ সালের ২৫ জানুয়ারি তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ রাজশাহীর শাহ মখদুম মেডিকেল কলেজের ভর্তি প্রক্রিয়া বন্ধ করে এ বিষয়ে মন্ত্রণালয়ের নোটিশের কার্যকারিতা স্থগিত করেন। নোটিশের কার্যকারিতার ফলে রাজশাহীর শাহ মখদুম মেডিকেল কলেজে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) ভর্তি কার্যক্রমে অন্তর্ভুক্তির হলেও ওই আদেশ প্রতিপালন করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপর আপিল বিভাগের আদেশ প্রতিপালন না করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়। ওই আবেদন এখনো পেন্ডিং আছে।
২০২৩ সালের ৫ জুন (২০২৩-২৪ সেশনে) বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনলাইনে ভর্তি কার্যক্রমের রাজশাহীর শাহ মখদুম মেডিকেল কলেজকে অনুমতি দেয়নি।
ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করেন শাহ মাখদুম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ বিএমডিসির তালিকায় শাহ মখদুম মেডিকেল কলেজকে অন্তর্ভুক্তির নির্দেশ দেন।
Advertisement
এফএইচ/এমকেআর/জেআইএম