দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২৪-২৫ মেয়াদের নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এদিন সাত হাজার ৮৮৩ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন তিন হাজার ২৬১ জন।
Advertisement
বুধবার (৬ মার্চ) সকাল ১০টা ২৫ মিনিট থেকে বিকেল ৫টা ২৫ মিনিট পর্যন্ত চলে ভোটগ্রহণ।
আরও পড়ুন
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রথম দিনের ভোটগ্রহণ শুরুনির্বাচন সংক্রান্ত উপ-কমিটির আহ্বায়ক সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল খায়ের জাগো নিউজকে এই তথ্য জানিয়েছেন।
Advertisement
আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পুনরায় ভোটগ্রহণ শুরু হবে। সকাল ১০টায় শুরু হয়ে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এফএইচ/কেএসআর/জেআইএম