আইন-আদালত

রমজানে নতুন সময়ে চলবে হাইকোর্ট

আসন্ন রমজান উপলক্ষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অফিস ও আদালতের কার্যক্রমের জন্য নতুন সময়সূচি ঠিক করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৫ মার্চ) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়েছে।

এতে আদালতের সময়সূচিতে বলা হয়েছে, রমজান মাসজুড়ে সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে।

অন্যদিকে অফিসের সময়সূচিতে বলা হয়েছে, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা ১৫ মিনিট থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

Advertisement

এফএইচ/এমকেআর/জেআইএম