জাতীয়

দুবাই গেলেন আইজিপি

দি ওয়ার্ল্ড পুলিশ সামিট-২০২৪ অনুষ্ঠানে যোগ দিতে দুবাই সফরে গিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সোমবার (৪ মার্চ) দিনগত রাতে সরকারি সফরে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তিনি।

Advertisement

আইজিপি দুবাইয়ে ৫ থেকে ৭ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় দি ওয়ার্ল্ড পুলিশ সামিটে অংশ নেবেন। সামিটে বিশ্বের বিভিন্ন দেশের পুলিশপ্রধান এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

বাংলাদেশের পুলিশপ্রধান সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা পুলিশপ্রধান এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠকে অংশ নেবেন।

সম্মেলন শেষে আগামী ৮ মার্চ দেশে ফিরবেন আইজিপি।

Advertisement

টিটি/এমকেআর/এমএস