ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত সন্দেহে তুরস্কে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজনদের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও কোম্পানির তথ্য সংগ্রহের অভিযোগ রয়েছে।
Advertisement
আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতারদের মধ্যে একজন তুরস্কের বেসরকারি ডিটেকটিভ ও সাবেক সরকারি কর্মকর্তা রয়েছেন। ওই ব্যক্তি সার্বিয়ার বেলগ্রেডে মোসাদের প্রশিক্ষণ নিয়েছিলেন ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পেয়েছেন।
আরও পড়ুন>গাজার উত্তরাঞ্চলে অনাহারে মারা যাচ্ছে শিশুরা বিশ্বের শীর্ষ ধনী এখন জেফ বেজোসচলতি বছর তৃতীয়বারের মতো মোসাদের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের ওপর অভিযান চালালো তুরস্ক। এর আগে জানুয়ারিতে ১৫ জনকে গ্রেফতার করে দেশটি। তাছাড়া ফেব্রুয়ারিতে গ্রেফতার করা হয় অন্তত ৭ জনকে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইসরায়েলের কর্মকাণ্ডের অন্যতম সমালোচক। তিনি এরই মধ্যে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলেও আখ্যা দিয়েছেন।
Advertisement
এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে মৃত্যুর মিছিল থামছেই না। এরই মধ্যে নিহতের সংখ্যা ৩০ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে।
গত ৭ অক্টোবরের পর ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত এই অবরুদ্ধ উপত্যকায় প্রায় ৭২ হাজার আহত হয়েছেন।
সূত্র: এমএসএম
Advertisement