দেশজুড়ে

উপজেলা পরিষদের পুকুরে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের পুকুরে গোসলে নেমে সৌরভ নামে এক এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে ওই পরীক্ষার্থীর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়।

Advertisement

নিহত সৌরভ পাংশা পৌর শহরের সত্যজিৎপুর এলাকার আফজাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, সৌরভসহ কয়েকজন দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের পুকুরে গোসলে নামে। এক পাড় থেকে অন্য পাড়ে সাঁতার কেটে যাওয়ার সময় মাঝ পুকুরে ডুবে যায় সৌরভ। স্থানীয়রাসহ পুকুরে থাকা লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসো উদ্ধার কাজে যোগ দেয়। একই সময় স্থানীয়রা মাছ ধরার বেড় জাল টেনে সৌরভকে মৃত উদ্ধার করে।

পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

রুবেলুর রহমান/এফএ/এমএস