খেলাধুলা

‘মেসির কবল’ থেকে যেন রেহাই নেই রোনালদোর

দুজন চিরপ্রতিদ্বন্দ্বী। একটা সময় সেরার লড়াইয়ে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। দুজন ক্যারিয়ারের শেষ প্রান্তে। তবে এখনও সময়ের সেরা ফুটবলার কে-লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? এই বিতর্ক পুরোপুরি শেষ হয়ে যায়নি।

Advertisement

যেহেতু সেরা কে, তা নিয়ে প্রশ্ন; স্বাভাবিকভাবেই মেসির নামটি সমর্থকদের মুখে শুনলে সহ্য করতে পারেন না রোনালদো। কদিন আগে তো সৌদি প্রো লিগে ‘মেসি-মেসি’ স্লোগান শুনে রীতিমত অশালীন অঙ্গভঙ্গি করে বসেছিলেন। যার জেরে এক ম্যাচ নিষেধাজ্ঞার সঙ্গে জরিমানাও গুণতে হয় রোনালদোকে।

New city, same missionpic.twitter.com/cfqwfkz6rH

— AlNassr FC (@AlNassrFC_EN) March 4, 2024

তবে অদৃশ্য মেসির কবল থেকে যেন রক্ষা নেই রোনালদোর। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন, ফের সেই ‘মেসি-মেসি’ স্লোগান। রোনালদো খেললেও সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনের মাঠে গিয়ে ১-০ গোলে হেরেছে আল নাসর।

Advertisement

প্রথমার্ধের বিরতির সময় মাঠ ছাড়ার সময় রোনালদোকে উদ্দেশ্য করে ‘মেসি-মেসি’ স্লোগান দিতে থাকেন আল আইন সমর্থকরা। এবার অবশ্য সিআরসেভেন মেজাজ হারাননি। তবে বিরক্তি প্রকাশ করে মাথা নাড়াতে থাকেন। মেসি যে পিছুই ছাড়ছে না তাকে!

এমএমআর/জিকেএস