প্রথম থেকে ১৫তম শিক্ষক নিবন্ধনের সনদ বাতিলের খবর সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজম।
Advertisement
তিনি বলেন, সনদ বাতিলের তথ্য গুজব। গুজব ভয়ানক জিনিস। আপনারা যা ফেসবুকে দেখেছেন, সেটা সঠিক নয়। আমরা আইন অমান্য করবো না। সনদ বাতিলের বিষয়টি সম্পূর্ণ গুজব। কেউ গুজবে কান দেবেন না।
সোমবার (৪ মার্চ) এনটিআরসিএর সামনে ‘নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরাম’-এর প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি করে। সেখানে গিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান এনটিআরসিএ চেয়ারম্যান।
এদিকে অবস্থান কর্মসূচিতে নিয়োগবঞ্চিতরা বলেন, এনটিআরসিএর কাছ থেকে দক্ষ ও যোগ্য হিসেবে আমরা সনদ লাভ করেছি। নিজ যোগ্যতা ও মেধা দিয়ে পরীক্ষার মাধ্যমে সনদ পেয়েছি। আমাদের অর্জিত সনদ বাতিল ও অকার্যকর করার ক্ষমতা কেউ রাখে না।
Advertisement
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিয়োগবঞ্চিত শিক্ষক ফোরামের সভাপতি নীলিমা চক্রবর্তী, সিনিয়র সহ-সভাপতি নাসরিন সুলতানা, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসী, যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ছামিউল আলম প্রমুখ।
এএএইচ/জেডএইচ/এমএস