দেশজুড়ে

মাটি খুঁড়তেই পাওয়া গেলো মর্টারশেল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি মর্টারশেল উদ্ধার হয়েছে। সোমবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামে মাটি খুঁড়তেই মর্টারশেলটি পাওয়া যায়।

Advertisement

এটি মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা করা হচ্ছে। এর আগেও ওই জায়গার পাশ থেকে মর্টারশেল উদ্ধার হয়।

স্থানীয় সূত্র জানায়, চাঁনপুর গ্রামের আবুল হাসিমের বাড়ির পাশে মাটি খোঁড়ার সময় মর্টারশেলটি পাওয়া যায়। মর্টারশেলটি দেখতে লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম মর্টারশেল পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে তিনি সেখানে পুলিশ পাঠিয়েছেন।

Advertisement

আবুল হাসনাত মো. রাফি/এফএ/জিকেএস