জাপানে ভারী তুষারপাতে কমপক্ষে তিনজনের প্রাণহানি হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম জানান, বৈরী আবহাওয়ার কারণে প্রায় ১০০-এর মতো অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল হয়েছে। আন্তর্জাতিক পথে চলাচলকারী বিমানসহ মোট ৪৫০টি বিমান উড্ডয়নের পর আবারও বিমানবন্দরে ফিরে এসেছে।বার্তা সংস্থা এএফপি জানায়, জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডো ও কিয়োডো দ্বীপে দুই বৃদ্ধ নারী মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া হিরোশিমায় তুষার আবৃত পথে দুর্ঘটনায় আরেক ব্যক্তি নিহত হয়েছে বলে দেশটির পুলিশ জানায়। দেশটির জনপ্রিয় ‘বুলেট ট্রেন’ চলাচলের সময়সূচিও বিঘ্নিত হচ্ছে বলে জানা গেছে।
Advertisement