যেসব মুক্তিযোদ্ধা বর্তমানে বেঁচে আছেন, তাদের তেমন একটা মর্যাদা নেই বলে মন্তব্য করেছেন কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম।
Advertisement
রোববার (৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘শহীদ সন্তান-৭১’ এর উদ্যোগে আয়োজিত বাংলাদেশের বধ্যভূমি, গণহত্যা শীর্ষক আলোচনা সভা এবং বধ্যভূমির পথে পথে তথ্যচিত্র প্রদর্শনীতে তিনি এ কথা বলেন।
আবদুল কাদের সিদ্দিকী আলোচনা সভায় সবার উদ্দেশ্যে বলেন, আপনারা শেখ হাসিনাকে উপড়ে ফেলে দিয়ে দেশকে বাঁচাতে পারবেন না। শেখ হাসিনাকে কাঁধে নিয়ে রাজাকারদের মাথায় বসিয়েও কিছু করতে পারবেন না। দেশকে বাঁচাতে হলে সবাইকে একসঙ্গে সোচ্চার হতে হবে।
তিনি আরও বলেন, আমি বঙ্গবন্ধুর সবচেয়ে প্রিয়পাত্র ছিলাম। বাংলাদেশে আমার মাপের মুক্তিযোদ্ধা বর্তমানে তেমন নেই। বঙ্গবন্ধুর লাশ যখন ধানমন্ডিতে পড়ে ছিল, আজকের অনেক বীর তখন ইঁদুরের গর্তে লুকিয়ে ছিল।
Advertisement
আরও পড়ুন>> ২০১৮ সালের চেয়েও এ নির্বাচন খারাপ হয়েছে: কাদের সিদ্দিকী
আলোচনা সভায় বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা ‘১৯৭১ বধ্যভূমির পথে পথে’ বইটির তথ্যচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
তিনি বলেন, বাংলাদেশের একটি ভূমিও বধ্যভূমিহীন নয়। বাংলাদেশ হলো শহীদদের জাদুঘর। পৃথিবীতে ভাষাভিত্তিক একটি রাষ্ট্র হয়েছে, সেটি হলো বাংলাদেশ।
আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ. আ. ম. স আরেফিন সিদ্দিক, শহীদ সন্তান-৭১ এর সভাপতি ড. সেলিনা রশিদ, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শবনম জাহান শিলাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
Advertisement
আরএএস/এমএইচআর/জেআইএম