চাঁদপুরে ৯০ মণ ক্ষতিকর জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। শনিবার (৩ মার্চ) রাতে সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকা থেকে এসব চিংড়ি জব্দ করা হয়।
Advertisement
উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বলেন, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে বাস থেকে ৯০ মণ ক্ষতিকর জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। পরে এসব চিংড়ি কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে মাটিতে পুঁতে ফেলা হয়।
অভিযানে চাঁদপুর সদর উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন ও মো. মোশারফ হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
শরীফুল ইসলাম/আরএইচ/জিকেএস
Advertisement