দেশজুড়ে

স্মার্টফোন দিয়ে নকল সরবরাহ, মাদরাসা অধ্যক্ষের ২ বছরের কারাদণ্ড

চাঁদপুরের শাহরাস্তিতে স্মার্টফোন ব্যবহার করে নকল সরবরাহের দায়ে মাদরাসা শিক্ষকের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩ মার্চ) সাড়ে ১১টায় উপজেলার চিশতিয়া ইসলামিয়া আলিম মাদরাসাকেন্দ্রে দাখিল ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

Advertisement

সাজাপ্রাপ্ত শিক্ষক হলেন, রাজাপুর আল আমিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. ছায়েদুল ইসলাম (৫৩)। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত।

তিনি জানান, কেন্দ্রে অবস্থানরত অফিস সহকারী, আয়া এবং কিছু শিক্ষক ছোটাছুটি শুরু করেন। কেন্দ্রে অনিয়মের বিষয়টি আন্দাজ করতে পেরে শ্রেণিকক্ষ এবং শিক্ষার্থীদের দেহ তল্লাশি করা হয়। পরে শ্রেণিকক্ষের বাইরে হাতের লিখে রাখা প্রশ্নপত্রের সমাধান পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে জানান যায়, রাজাপুরা আল আমিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. ছায়েদুল ইসলাম পরীক্ষাকেন্দ্রের প্রিন্টারে ২৫-৩০ কপি হাতে লিখা নকলের প্রিন্ট বের করেছেন। মোবাইল ফোন তল্লাশি করে হোয়াটসঅ্যাপের মধ্যে শ্রেণিকক্ষের বাইরে উদ্ধারকৃত হাতে লেখা নকলের হুবহু ছবি পাওয়া যায়। এক ছাত্র এগুলো সমাধান করে তাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। পরে তিনি কেন্দ্রের প্রিন্টারে প্রিন্ট করে রুমে রুমে নকল সরবরাহ করেছেন।

দোষ স্বীকার করায় রাজাপুরা আল আমিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. ছায়েদুল ইসলাম দুই বছর বিনাশ্রম কারাদণ্ড ও হাজার টাকা অর্থদণ্ডসহ অনাদায় আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Advertisement

শরীফুল ইসলাম/আরএইচ/জেআইএম