ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন।
Advertisement
গত ২৬ ফেব্রুয়ারি তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। পাঁচদিন পর শনিবার (২ মার্চ) তিনি করোনামুক্ত হলেন।
শনিবার রাতে ডিবিপ্রধান হারুন অর রশীদ বলেন, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এখন পুরোপুরি সুস্থ।
২০২২ সালের ১৩ জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পান হারুন অর রশীদ।
Advertisement
২০২১ সালের মে মাসে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন হয় তার। এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন তিনি।
টিটি/এমকেআর