দেশজুড়ে

ভৈরবে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক অজ্ঞাত (৩৫) যুবক নিহত হয়েছেন।

Advertisement

শনিবার (২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেটগামী কালনী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেলস্টেশন অতিক্রমকালে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ভৈরব স্টেশনে কোনো বিরতি ছিলোনা। কিন্ত ওই যুবক চলন্ত ট্রেন থেকে লাফ দিলে চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রেনটি যখন স্টেশন অতিক্রম করছিল, হঠাৎ ওই যাত্রী ট্রেন থেকে লাফ দিয়ে স্টেশনে নামতে গিয়ে চাকার নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি।

Advertisement

রাজীবুল হাসান/এনআইবি/জেআইএম