আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের মানুষকে গরিব বানিয়ে রাখতে চায় তৃণমূল: মোদী

তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতি, পরিবারতন্ত্র, বিশ্বাসঘাতকতা, অত্যাচার। তৃণমূল মানেই ‘তু ম্যায় অউর করাপশন’। দুর্নীতি ইস্যুতে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে এভাবেই সমালোচনার তীরে বিদ্ধ করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

পশ্চিমবঙ্গে দু’দিনের সফরের শেষ দিনে শনিবার (২ মার্চ) নদীয়ার কৃষ্ণনগর কলেজ মাঠে এক দলীয় সমাবেশ থেকে তৃণমূলকে নিশানা করে বিজেপি নেতা বলেন, পশ্চিমবঙ্গে যেভাবে তৃণমূল পরিচালিত সরকার চলছে, তা নিরাশ করেছে। পশ্চিমবঙ্গের মানুষ বড় আশা নিয়ে তৃণমূলকে বারবার শাসনাদেশ দিয়েছে। কিন্তু দলটি অত্যাচার ও বিশ্বাসঘাতকতার অপর নামে পরিণত হয়েছে। এখন তৃণমূল মানেই দুর্নীতি ও পরিবারতন্ত্র। পশ্চিমবঙ্গের মানুষকে গরিব বানিয়ে রাখতে চায় তৃণমূল কংগ্রেসের সরকার।

আরও পড়ুন>>

দুই দিনের সফরে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদী মোদীর সঙ্গে মমতার সাক্ষাৎ ফের বিজেপির সমালোচনায় মমতা ব্যানার্জী

মোদী বলেন, মা-মাটি-মানুষের নাম করে তৃণমূল মা-বোনদের ভোট নিয়েছে। আর এখন মা-মাটি-মানুষ সবাই তৃণমূলের কুশাসনের কারণে কান্না করছে। রাজ্যের পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, যেখানে পুলিশ নয়, অপরাধীরাই ঠিক করে যে তারা কবে ধরা দেবে, কবে আত্মসমর্পণ করবে। তৃণমূল চায়নি, সন্দেশখালির অভিযুক্তরা গ্রেফতার হোক। কিন্তু বাংলার নারীশক্তির পাশে বিজেপির কর্মকর্তারাও সঙ্গ দিয়েছে। আজ সে কারণেই শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে।

Advertisement

কেন্দ্রীয় সরকারের সব প্রকল্পকে তৃণমূল সরকার তাদের নাম দিয়ে চালানোর চেষ্টা করছে অভিযোগ তুলে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, আসলে তৃণমূলের সরকার প্রতিটা স্কিমকে, স্ক্যাম বানিয়ে দিচ্ছে। ওরা এই কাজে খুব পটু।

আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের টার্গেট দিয়ে মোদী বলেন, পশ্চিমবঙ্গের উন্নয়ন হলে তবেই দেশের উন্নয়ন হবে। আর এই কারণেই রাজ্যের ৪২টা আসনের সবকটিতেই পদ্মফুল ফোটাতে হবে। এসময় তিনি স্লোগান দিয়ে বলেন, এইবার এনডিএ সরকার, ৪০০ পার।

আরও পড়ুন>>

তিস্তার পানি নিয়ে নানক বললেন, ভারতের নির্বাচনটা শেষ হতে দেন তফশিলের আগেই পশ্চিমবঙ্গে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের আগে বাতিল হয়ে যাচ্ছে আধার কার্ড

এদিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, বিজেপি সাংসদ ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সংসদ সদস্য জগন্নাথ সরকার, রাজ্যসভার সদস্য শমিক ভট্টাচার্য, বিধায়ক অসীম সরকার, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যসহ দলের নেতাকর্মীরা।

Advertisement

সভাশেষে হেলিকপ্টারে করে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য বিহারের উদ্দেশে রওয়ানা দেন প্রধানমন্ত্রী মোদী। আগামী ৬ মার্চ উত্তর ২৪ পরগনার বারাসাতে জনসভা করার কথা রয়েছে তার।

ডিডি/কেএএ