ক্যাম্পাস

চবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় রাবি কেন্দ্রে উপস্থিতির হার ৮৩.৭৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৭ হাজার ৭৯৫ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ হাজার ৯০০ শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় উপস্থিত ৮৩.৭৫ শতাংশ শিক্ষার্থী।

Advertisement

শনিবার (২ মার্চ) দুপুরে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আঞ্চলিক কেন্দ্র হিসেবে রাবিতে ১৭ হাজার ৭৯৫ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নিয়েছেন ১৪ হাজার ৯০০ জন শিক্ষার্থী। এতে অনুপস্থিত ছিলেন ২৮৯৫ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আঞ্চলিক কেন্দ্র রাবিতে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সকাল ১১টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়।

Advertisement

মনির হোসেন মাহিন/এনআইবি/জেআইএম