সাহিত্য

বসন্তের তিনটি কবিতা

বসন্তের এত আয়োজন তোমাকে পাওয়ার

Advertisement

বসন্তে তৃষিত মন, অতি ব্যাকুলতাতোমাকে পাওয়ারপঞ্চান্ন হাজার বর্গমাইলের ধূসর প্রচ্ছদে বর্ণিললাল-কচিসবুজ-হলুদ-খয়েরি-বাদামি...গাছে-মাঠে সমীরণে গুঞ্জরিছে অলি-ভ্রমর, কলকাকলি, উড়িছে রেণু...

রং আর সুরের এই তরঙ্গধামালায়এই উচ্ছ্বাসের উৎসবে মাতোয়ারা,প্রকৃতির এত রূপ! এত আয়োজন! শুধু তোমাকে পাওয়ার।

****

Advertisement

সরু টানেলের ওপারে তোমার মুখ

সরু টানেলের ওপারে তোমার মুখ উজ্জীবিত তৃষিত-মনউদাসীন সুরের তরঙ্গ ভেসে আসেতোমাকে পাওয়ার আশায়।

না-না না করে করে ঠকিয়েছো আমাকে?জানি না, জানি নাএই বসন্তে না-না মানি না! শিমুল কৃষ্ণচূড়ায় যুবতীর রংসমীরণে উড়ে উড়ে গুঞ্জরণ দোলা দেয় ব্যাকুলতাকে।

দ্যাখো, ওই ইডেনে ষোলোর বালকচৌদ্দের বালিকাসবুজ সতেজ, হিমভিজে ঘাসঅগাধ উচ্ছ্বাস, মেঘের চঞ্চলতা বাসিন্দাদের মুক্তি পেরিয়ে বহুদূর।

Advertisement

তাই বলি, উড়ে যাক তোমার অহমখুলে যাক অতি শৃঙ্খলা উড়ে উড়ে বিস্তৃত হোক অবরোহী সাদাভরে উঠুক তোমার বুক ও মুখে।

এবার না-না করো দেখিকত্ত বড় সাহস তোমার বুকে! এবার পিছিয়ে যাও দেখি!কত সাহস তোমার বুকে, দেখি!

****

বাসন্তী উপহার

বাসন্তী উপহার রঙিন পাতার।ঝরে পড়ে বাতাসেবাদামি কালো খয়েরি সবুজ...ধূসর মাটিতে, নিটোল জলে, সমীরণেফুল-ফলে বিচিত্র আল্পনামাছদের কিলবিল, রেণুর সুবাসকলকাকলির নাগরদোলায় বাসন্তী আয়োজন।

মন আজ চঞ্চলা নদী—খরোস্রোতাবাসন্তী উপহারেসালাম-জব্বারদের শক্তির সঞ্চরণ ধমনিরআমাদের।

এসইউ/এমএস