রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় আহত ১১ জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ছয়জনকে শনিবার (২ মার্চ) হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে।
Advertisement
ঢাকায় রেডিসন ব্লু হোটলে সায়েন্টিফিক সেমিনারের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
তিনি বলেন, ১৭ সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বার্ন ইউনিটে চিকিৎসাধীন ১১ রোগীর মধ্যে ছয়জনকে রিলিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর বাকি পাঁচজন শঙ্কামুক্ত না হওয়ায় তারা চিকিৎসাধীন থাকবেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, অগ্নিকাণ্ডে রোধে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সজাগ হতে হবে। সামান্য একটা ভুলের জন্য ৪৫টা প্রাণ চলে গেল। এর চেয়ে মর্মান্তিক আর কিছু হতে পারে না। আমি আশা করি এর বিরুদ্ধে অভিযান চলা উচিত ও চলবে।
Advertisement
সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি মনে করি বাংলাদেশের চিকিৎসকদের মান পৃথিবীর অন্য কোনো অংশের চিকিৎসকদের চেয়ে কম নয়। বাংলাদেশের চিকিৎসকদের জ্ঞান ও অভিজ্ঞতা সবই আছে। শুধু একটু সুযোগ দিতে হবে। সুযোগ দিলে এ দেশের চিকিৎসকরা অনেক দূর এগিয়ে যাবেন। সেই সুযোগ দেওয়ার জন্যই আমি দায়িত্বটা পেয়েছি এবং এ দায়িত্ব আমার।
বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি প্রফেসর ডা. টিটু মিয়ার সভাপতিত্বে সেমিনার উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশীদ আলমসহ দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা।
এএএম/জেডএইচ/এএসএম
Advertisement