সামর্থ্য নিয়ে নতুন করে বলার কিছুই নেই। তামিম ইকবাল কী পারেন- তা শুধু বাংলাদেশ নয়, পুরো ক্রিকেটবিশ্বই জানে। মাঝে খানিক ম্রিয়মান মনে হলেও এবারের বিপিএলে তামিম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে, তিনি আসলে ফুরিয়ে যাননি। তার ব্যাট এখনো আগের মতোই সচল। রান করার ক্ষমতা কমেনি একটুও। তার প্রমাণ, ৪৯২ রান করে এবারের বিপিএলে টপ স্কোরার হওয়া এবং নেতৃত্ব দিয়ে ফরচুন বরিশালকে প্রথমবার শিরোপা উপহার দিয়ে টুর্নামেন্ট সেরা পারফরমার হওয়া। মধ্য তিরিশে দাঁড়িয়ে বিপিএলের মতো আসরে নিজেকে যতটা মেলে ধরা সম্ভব, তামিম তার সবই করে দেখিয়েছেন।
Advertisement
অনেকের ধারনা, বিপিএলের এমন উজ্জ্বল পারফরম্যান্স ও স্মরনীয় সাফল্যে তামিমের জাতীয় দলে ফেরার সম্ভাবনাও উজ্জ্বল হলো।
তামিম নিজে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার নিয়ে কি ভাবছেন? নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে কোনো কথাবার্তা হয়েছে কি? এমন কৌতুহলি প্রশ্ন এখন ভক্ত ও সমর্থকদের মুখে মুখে।
আজ শুক্রবার রাতে বিপিএল জেতার পর প্রেস কনফারেন্সে এসেও সেই প্রশ্নের মুখোমুখি হলেন বরিশাল ক্যাপ্টেন। সাজানো গোছানো জবাবের শুরুতে তামিম জানিয়ে দিলেন, তার সঙ্গে নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কথা হয়নি। তামিম বলেন, ‘না, আমার সঙ্গে তার কোনো কথাবার্তা হয় নাই। আমার সঙ্গে জালাল ভাইয়ের কথা হয়েছে। আমি কথা বলার জন্য এভেইলেবল ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত বসা হয়নি। কিন্তু আমাদের যোগাযোগ আছে। আমি আগামীকাল সকালে আবার দেশের বাইরে চলে যাচ্ছি। আশা করি আসার পর আবার আমরা বসবো।'
Advertisement
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা প্রসঙ্গে তামিমের কথার সারমর্ম হলো- তিনি চাইলেই জাতীয় দলে ফিরতে পারবেন না। কারণ, তিনি কিছু শর্ত আরোপ করেছেন বা করবেন। সেগুলো পূরণ হলেই কেবল তাকে আবার জাতীয় দলে দেখা যাবে।
এ বিষয়ে তামিম বলেন, 'একটা জিনিস পরিষ্কারভাবেই আপনাদের বলতে চাই। আমার জন্য ফিরে আসার জন্য অনেক কিছু ঠিক হতে হবে। নয়তো শুধু এসে খেলার কোনো পয়েন্ট নাই। কারণ, আমি ক্যারিয়ারের এমন স্টেজে আছি, হয়তো দুই বছর খেলবো। ওই কথাগুলো উনাদের সঙ্গে বলতে হবে।'
'এখনও যেহেতু উনাদের (বোর্ড সভাপতি সহ শীর্ষ কর্তাদের) সঙ্গে ফাইনাল কথা হয়নি। এই সংবাদ সম্মেলনে এসে কিছু বলে দেওয়া উপযুক্ত না। ওটা বলাটা উচিত হবে না।’-যোগ করেন তামিম।
সংবাদ সম্মেলনের শেষদিকে তামিম বলেন, ‘আমি যেটা বললাম এটা খুবই আনফেয়ার হবে আগাম মন্তব্য করা। আমি যতক্ষণ উনাদের (বোর্ড কর্মকর্তাদের ) সঙ্গে কথা না বলে থাকি। আমি আপনাদের একটা কথা বলেছি যে, আমার ফেরার জন্য অনেক কিছু ঠিক করতে হবে।'
Advertisement
তামিমের কথার সারমর্ম পরিষ্কার। তার ফেরাকে ত্বরান্বিত করতে হলে অনেক কিছু ঠিক হতে হবে। তবেই তিনি ফিরে আসবেন, না হয় তিনি ফিরবেন না।
এআরবি/এমএইচ/এমএস