দেশজুড়ে

বিপিএলে শিরোপা জয়: আনন্দে ভাসছে বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে ফরচুন বরিশালের প্রথম শিরোপা জয়ে আনন্দ উল্লাসে মেতেছে নগরবাসী। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে শিরোপা জয়ের পর রাস্তায় নেমে আসে ক্রিকেটপ্রেমীরা।

Advertisement

এর আগে বরিশালের বিনোদন কেন্দ্রসহ পাড়া মহল্লায় প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখেন বরিশালবাসী। বিজয়ের ফলাফল ঘোষণার পরই নগরবাসী ভুভুজেলাসহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে নগরীর বিভিন্ন সড়কে মিছিল নিয়ে উল্লাসে মেতে উঠেন।

নগরী ঘুরে দেখা যায়, বিবির পুকুর পাড়, বঙ্গবন্ধু উদ্যান, নতুন বাজার টেম্পু স্ট্যান্ড, জিলা স্কুল মোড়, আমানতগঞ্জ, কাউনিয়া, আলেকান্দা, রূপাতলী, বরিশাল বিশ্ববিদ্যালয়, ব্রজমোহন কলেজ ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজসহ পাড়া মহল্লায় উৎসবে মেতে ওঠেন মানুষ।

নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোডের সৈয়দ সজিবুল ইসলাম বলেন, ফরচুন বরিশালের প্রথম বিজয় এ অঞ্চলকে নতুনভাবে পরিচয় করিয়ে দিলো। ঐতিহ্যের এ নগরী ক্রীড়াঙ্গনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের এ ধারাবাহিকতা বজায় থাকুক।

Advertisement

নগরীর রূপাতলীর বাসিন্দা সৈয়দ রুবেল বলেন, প্রতিযোগিতামূলক চমৎকার এ খেলায় বরিশালের বিজয়ে আমরা আনন্দিত। খেলা উপলক্ষে পিকনিক-আলোকসজ্জা করে দিনটি আনন্দে পার করেছি। শেষ সময়ে ফরচুন বরিশালের বিজয়ে সেই আনন্দ বহুগুণ বেড়ে গেছে।

এদিকে খেলা উপভোগকে কেন্দ্র করে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম কাজ করেছে।

শাওন খান/আরেএইচ/এমএস

Advertisement