আরব আমিরাতের টলারেন্স ওভালের এই ম্যাচের আগে মাত্র একবার আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ড। ভারতের দেরাদুনে সেই টেস্টে আয়ারল্যান্ডকে প্রথমবারের মতো হারিয়ে ইতিহাস রচনা করেছিল আফগানরা। ওই ম্যাচে ৭ উইকেটের জয় পেয়েছিল আফগানিস্তান।
Advertisement
তবে দ্বিতীয় দেখায় পারলো না আফগানিস্তান। এবার ইতিহাস রচনা করলো আয়ারল্যান্ড। প্রথমবারের মতো আফগানদের টেস্ট হারালো তারা। অর্থাৎ মোট দুইবারের দেখায় একটি করে ম্যাচ জিতলো উভয় দল।
আজ শুক্রবার ইতিহাস গড়ার জন্য আয়ারল্যান্ডের দরকার ছিল ১১১ রান। দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানকে ২১৮৭ রানে অলআউট করে জবাব দিতে নেমে ৪ উইকেটেই লক্ষ্যে পৌঁছে যায় আয়ারল্যান্ড।
এদিন ৩ উইকেটে ১৩৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে আফগানিস্তান। তবে দ্বিতীয় ইনিংসের শুরুটা যেমন ছিল, শেষটা তেমন করতে পারেনি আফগানরা। ২১৮ রান তুলতেই অলআউট হয়ে যায় তারা।
Advertisement
আগের দিন ম্যাচ ধরে ফিফটি হাঁকানো আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি ব্যাটিংয়ে নেমে যোগ করেছেন কেবল ২ রান। ১০৭ বলে ৫৫ রান করে মার্ক অ্যাডায়ারের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি।
রহমানুল্লাহ গুরবাজ ফেরত যান ফিফটি করতে না পারার আক্ষেপ নিয়ে। ৮৫ বলে ৪৬ রান করে ক্রেইগ ইয়াংয়ের বলে বোল্ড হন তিনি। ১৩ রান করে নেন করিম জানাত ও জিয়া-উর-রহমান। শেষ দিকে ৫৩ বলে ২৫ রান করেন নাভিদ জাদরান। এতে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ২১৮।
১১১ রানের লক্ষ্য তাড়ায় ১৩ রান করতেই ৩ উইকেট হারায় আয়ারল্যান্ড। পল স্টার্লিং ১৪ রানে ফেরত গেলে ৩৯ রানে ছিল না ৪ উইকেট। এরপর ম্যাচ ধরেন অ্যান্ডি বেলবিরনি ও লরকান টাকার। ৭২ রানের অপরাজিত জুটি করে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন তারা।
৯৬ বলে ৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বিলবেরনি। ২৭ রানে অপরাজিত ছিলেন টাকার। এতে ৬ উইকেটের দারুণ জয় পায় আইরিশরা।
Advertisement
এমএইচ/এএসএম