খেলাধুলা

বেইলি রোডে অগ্নিকাণ্ড: শোক জানালেন সাকিব-তামিম-মুশফিকরা

বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে শোক জানিয়েছেন সাকিব-তামিমসহ বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ নিজ ভেরিফাইড পেজে শোক প্রকাশ ও দোয়ার আবেদন জানিয়েছেন তারা।

Advertisement

সাকিব আল হাসান তার ফেসবুক পেজে এক ফটো পোস্টে লেখেন, ‘বেইলি রোড ট্রাজেডিতে ক্ষতিগ্রস্থ ও তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা।’

নিজের পোস্টে তামিম ইকবাল সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। সতর্ক না হলে এই ধরনের ঘটনা আরও ঘটবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় দলের সেরা ওপেনার।

পোস্টে তামিম লেখেন, ‘বেইলি রোডের ঘটনায় রুহের মাগফেরাত কামনা করছি। আমাদের পরিবর্তন হওয়া উচিত নয়ত তা কখনই বদলাবে না।’

Advertisement

একই ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার মুুশফিকও। নিজের ফেসবুক পেজে মুশফিক লেখেন, ‘আসসালামুয়ালাইকুম ও জুম্মা মোবারক সবাইকে। গতকাল দুর্ভাগা অগ্নিকাণ্ডে যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্মার জন্য প্রার্থনা করুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।’

জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ লেখেন, ‘বেইলি রোড ফায়ার ট্রাজেডির খবরে গভীরভাবে শোকাহত। আমার প্রার্থনা সকল ক্ষতিগ্রস্ত ও বিদেহী আত্মার সাথে। যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’

গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে আগুন লাগে। মাত্র দুই ঘণ্টায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রাণ গেছে ৪৩ জনের। আজ শুক্রবার সর্বশেষ পাওয়া তথ্যানুসারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে।

এমএইচ/এএসএম

Advertisement