একুশে বইমেলা

আরিফ মজুমদারের গল্পের বই ‘বিবস্ত্র রহস্য’

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে লেখক ও সাংবাদিক আরিফ মজুমদারের নতুন গল্পগ্রন্থ ‘বিবস্ত্র রহস্য’। গল্পগ্রন্থটি প্রকাশিত হয়েছে ঊষার দুয়ার থেকে।

Advertisement

বইটির প্রচ্ছদ করেছেন ঋতুরাজ। পাওয়া যাচ্ছে বইমেলায় ৫৫৩ নাম্বার স্টলে। এছাড়া রকমারি ডটকম থেকেও সংগ্রহ করা যাবে।

লেখক বলেন, ‘প্রতিনিয়ত মানুষের জীবনে কত রকম গল্পের জন্ম হচ্ছে। সেসব গল্পে চলমান সমাজকেও চিহ্নিত করা যায়। নাগরিক জীবনের অপ্রকাশ্য দুঃখ-কষ্ট, প্রেম, কাম, ধর্ষণ, হত্যা, রহস্য, মুক্তিযুদ্ধ এবং গ্রামবাংলার বিচিত্র মানুষ ও নৃশংসতার চিত্র উঠে এসেছে বইয়ের দশটি গল্পে।’

আরও পড়ুন• ফাহিম আহমেদের ‘মৃত্যু তবু জলের উল্লাসে’সুখন সরকারের ‘সুরৎ জামাল ও অধুয়া সুন্দরী’

Advertisement

আরিফ মজুমদার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। জন্মস্থান চাঁদপুর সদর। আগ্রহের জায়গা গল্প-উপন্যাস। ভাষাগত সারল্য ও সাবলীলতা তার লেখার অন্যতম বৈশিষ্ট্য।

লেখালেখির জন্য পেয়েছেন ‘প্রজন্ম লেখক সম্মাননা স্মারক’, ‘ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) লেখক সম্মাননা-২০২২’।

এসইউ/এএসএম

Advertisement