চট্টগ্রামে খান্দানী রেস্টুরেন্ট নামে একটি খাবারের দোকানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) নগরীর হালিশহর এলাকার ওই রেস্টুরেন্টটিতে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহান।
এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ বশির আহম্মেদ এবং খাদ্য পরিদর্শক ইয়াছিনুল হক চৌধুরী অভিযানে অংশ নেন।
মেট্রোপলিটন নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ বশির আহম্মেদ বলেন, বৃহস্পতিবার দুপুরে হালিশহর এলাকার খান্দানী রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এ সময় রেস্টুরেন্টটিতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ, বাসী খাবার, রান্না ঘরে তেলাপোকা, ফ্রিজে পচা সবজি, রান্না করা ও কাচা খাবার একসঙ্গে রাখা, অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার করার প্রমাণ পাওয়ায় তাদের এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
পাশাপাশি রঙ্গিপাড়া এলাকার ফুড ফেয়ার বেকারি এবং মা ও শিশু হাসপাতালের মারুয়া রেস্টুরেন্টকে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।
ইকবাল হোসেন/এমআরএম/এমএস