তথ্যপ্রযুক্তি

গুগলের আয় ২২ শতাংশ বাড়ছে

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) মার্কিন সার্চ ইঞ্জিন গুগলের আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, গত প্রান্তিকে তাদের মোট আয় হয়েছে ১ হাজার ৬০০ কোটি ডলার। খবর এপিগত এপ্রিল-জুন প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফার পরিমাণ ছিল ৩৪০ কোটি ডলার। এতে প্রতি শেয়ারে প্রতিষ্ঠানটির মুনাফার পরিমাণ দাঁড়ায় ৪ ডলার ৯৯ সেন্ট। এদিকে গত বছরের একই সময় প্রতিষ্ঠানটির অর্জিত মুনাফা ছিল ৩২০ কোটি ডলার। তখন শেয়ারপ্রতি প্রতিষ্ঠানটির মুনাফার পরিমাণ ছিল ৪ ডলার ৭৭ সেন্ট।বিজ্ঞাপনসহ একাধিক খাত থেকে প্রতিষ্ঠানটির আয়ের পরিমাণ ক্রমেই কমছে বলে প্রতিবেদনে জানানো হয়। এদিকে প্রতিষ্ঠানটির ব্যয়ের পরিমাণও দিন দিন বাড়ছে। বিভিন্ন খাতে একদিকে প্রতিষ্ঠানটি যেমন বিনিয়োগের পরিমাণ বাড়াচ্ছে, অন্যদিকে সাম্প্রতিক প্রান্তিকগুলোয় গুগল তাদের কর্মীবাহিনীর সদস্য সংখ্যাও বৃদ্ধি করছে। ফলে অনেক খাতে প্রতিষ্ঠানটির আয়ের সঙ্গে ব্যয়ের অসামঞ্জস্য লক্ষ করা যাচ্ছে।গত প্রান্তিকে (এপ্রিল-জুন) বিজ্ঞাপনবহির্ভূত খাত থেকে প্রতিষ্ঠানটির আয় হয়েছে ১৬০ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৩ শতাংশ বেশি। তবে বিজ্ঞাপনের মতো একাধিক খাতে এপ্রিল-জুন প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় কমলেও এমন অনেক খাত রয়েছে, যা থেকে গুগল বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছে। এর মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য প্লে স্টোরে থাকা অ্যাপ, সার্চ সেবা ইত্যাদি। বর্তমানে বিশ্বব্যাপী প্রায় ১০০ কোটি মোবাইল ডিভাইস অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে পরিচালিত হচ্ছে। এ বিপুল পরিমাণ অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাপ সরবরাহ করেই প্রতিষ্ঠানটি প্রচুর অর্থ উপার্জন করছে। এছাড়া গুগলের মূল ব্যবসা সার্চ সেবা থেকেও এর আয় বাড়ছে।

Advertisement