জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানার (জেএফসিএল) ইন্সট্রুমেন্ট শাখার উচ্চ দক্ষ কারিগর (এইচএসটি) আব্দুল হালিমের বিরুদ্ধে বিনা অনুমতিতে বিদেশ গমনের অভিযোগ উঠেছে। মায়ের চিকিৎসার কথা বলে একমাসের ছুটি নিলেও পরে নিজের অসুস্থতার কারণ দেখিয়ে অতিরিক্ত তিনমাস অনুপস্থিত থেকেছেন। সম্প্রতি তিনি কারখানায় যোগদানের চেষ্টা করছেন বলে জানা গেছে।
Advertisement
জেএফসিএল সূত্র জানায়, যমুনা সার কারখানার উচ্চ দক্ষ কারিগর আব্দুল হালিম মায়ের চিকিৎসার কথা বলে গত বছরের ৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত একমাসের ছুটি নেন। ছুটির মেয়াদ অতিক্রম হওয়ার পরও তিনি যোগদান না করায় ৬ নভেম্বর ইঅ্যান্ডআই বিভাগ থেকে প্রশাসন বিভাগকে জানানো হয়। পরে প্রশাসন বিভাগ ২৫ নভেম্বর, ২৪ ডিসেম্বর ও চলতি বছরের ২০ জানুয়ারি আব্দুল হালিমের বর্তমান ও স্থায়ী ঠিকানায় পৃথক তিনটি নোটিশ দেয়। বারবার তাগাদা সত্ত্বেও একমাসের ছুটি ছাড়াও টানা আরও তিনমাস কর্মস্থলে অনুপস্থিত থাকেন তিনি।
অভিযোগ প্রসঙ্গে জানতে আব্দুল হালিমের ফোনে কল করা হলে তিনি ‘ব্যস্ত আছেন’ বলে কেটে দেন। পরে একাধিক নম্বর থেকে ভিন্ন ভিন্ন সময়ে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে যমুনা সার কারখানার ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, কর্মস্থলে তার অনুপস্থিতির বিষয়ে তদন্ত কমিটি করা হবে। তদন্তে বিনা অনুমতিতে বিদেশ গমন বা সুনির্দিষ্ট কারণ ছাড়া অনুপস্থিতির প্রমাণ পেলে তার বিরুদ্ধে শ্রম আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
নাসিম উদ্দিন/এসআর/এএসএম