একুশে বইমেলা

ফাহিম আহমেদের ‘মৃত্যু তবু জলের উল্লাসে’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ফাহিম আহমেদের প্রথম কাব্যগ্রন্থ ‘মৃত্যু তবু জলের উল্লাসে’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা দূরবীণ। প্রচ্ছদ করেছেন মো. সাদিত উজ জামান।

Advertisement

দূরবীণের প্রকাশক অঞ্জন হাসান পবন বলেন, ‘বইটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। বইমেলায় দূরবীণের পরিবেশক কিংবদন্তী পাবলিকেশনের ৫৩৪-৫৩৫ নাম্বার স্টলে বইটি পাওয়া যাচ্ছে। পাশাপাশি রকমারি, পিবিএস বুকসহ বিভিন্ন অনলাইন বুকশপ থেকেও সংগ্রহ করা যাবে। বইটি নিয়ে আমি আশাবাদী।’

আরও পড়ুন• বইমেলায় রাশেদ মেহেদীর ‘ফেসবুকে দেখি চাঁদ’ • কবীর আলমগীরের ‘ফ্যাসিবাদ: সাম্প্রতিক বিবেচনা’ 

ফাহিম আহমেদ বলেন, ‘শৈশব থেকেই গল্প-কবিতা নিয়ে অনেক কৌতূহল ছিল। এভাবেই লেখালেখিতে হাতেখড়ি। যা আমাকে ধীরে ধীরে লিখতে সাহায্য করেছে। তবে শিক্ষক এবং বন্ধু-বান্ধবের অনুপ্রেরণা ছিল।’

Advertisement

কাব্যগ্রন্থ ছাড়াও নবীন এ লেখক উপন্যাস লিখছেন। আগামী বইমেলায় নতুন উপন্যাস আসবে। তিনি বলেন, ‘কবিতা ছাড়াও আমি উপন্যাস লিখছি। সামনের বইমেলায় একটি উপন্যাস আসবে।’

এসইউ/জিকেএস