বিনোদন

বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে ভোলা তো যায় না তারে

মৌলিক গল্পের চলচ্চিত্র ‘ভোলা তো যায় না তারে’ গেল ১৮ মার্চ দেশজুড়ে মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেন তরুণ নির্মাতা রফিক শিকদার। নিরব-তানহা জুটির ছবিটির প্রযোজনায় ছিলো ধলেশ্বরী ফিল্মস। মুক্তির পর মন্দার বাজারেও বেশ আলোচনায় আসে ‘ভোলা তো যায়না তারে’ ছবিটি। তবে এবার নতুন খবর জানালেন ছবির নির্মাতা শিকদার। জাগো নিউজকে তিনি বলেন, ‘ভোলা তো যায়না তারে’ ছবিটি এবার সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় এবং উল্লেখ্যযোগ্য কিছু কলেজে প্রদর্শিত হবে।’রফিক শিকদার আরো বলেন, ‘সবকিছু ঠিকঠাক। অপেক্ষা শুধু সময়ের। আগামী মাসের ২, ৩, এবং ৪ তারিখ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রদর্শিত হবে ‘ভোলা তো যায়না তারে’। এরপর ৫, ৬ এবং ৭ তারিখ পাবনা সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ অডিটরিয়ামে ছবিটির বিশেষ প্রদর্শনী হবে।’নিরব বলেন, ‘আজকাল প্রায়ই শুনতে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে মৌলিক গল্পের ছবি হচ্ছে না। সেদিক থেকে সম্পূর্ণ মৌলিক একটি গল্প নিয়ে দু’টি ধর্মের বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ তরুণীর প্রেম কাহিনি তুলে ধরা হয়েছে ‘ভোলা তো যায় না তারে’ ছবিতে। এখানে চমৎকার একটি গল্প আছে, প্রেম আছে, প্রেম ভাঙার আহাজারি আছে। আর সর্বোপরি বিনোদন তো থাকছেই। শিক্ষার্থীদের চাহিদার কথা মাথায় রেখেই ছবিটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রদর্শন করা হবে। আশা করছি তারা ছবিটি উপভোগ করবেন।’ এদিকে ছবি প্রদর্শন প্রসঙ্গে নির্মাতা শিকদার আরো বলেন, আগামীতে আমরা ছবিটি ঢাবি, জবি, জাবি, খুবি, চবি, শাবিপ্রবি ও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়সহ আরো কিছু বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনের ব্যবস্থা করাবো। ইচ্ছে আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় নর্থ সাউথেও ছবিটি প্রদর্শনের। এ ব্যাপারে প্রাথমিক আলাপ শেষ হয়েছে। ছবিটিতে নিরব-তানহা ছাড়া আরও অভিনয় করেছেন হিল্লোল, সুব্রত, মাসুম আজিজ, একা, লীনা আহমেদ। এর বিভিন্ন গানে কন্ঠ দিয়েছেন আরফিন রুমি, বেলাল খান, ইমরান, লিজা প্রমুখ। এনই/এলএ/এমএস

Advertisement