রাজনীতি

তারেকের বিরুদ্ধে ৪ মামলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম ও নাটোরে আদালতে রাষ্ট্রদ্রোহ ও মানহানি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার এ মামলাগুলো দায়ের করা হয়।ঢাকা : রাজধানীর সিএমএম আদালতে মামলাটি করেন ঢাকা বারের আইনজীবী মোস্তাফিজুর রহমান দুলাল। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করছেন অ্যাডভোকেট শাহজাহান রুহুল ও মাজেদা আক্তার সুহি।নাটোর : আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহমেদ আলী মোল্লা বাদী হয়ে নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মুন্নির আদালতে মামলাটি দায়ের করেন। দুপুর ১২টায় মামলাটি দায়ের করা হয়। আদালত বাদীর বক্তব্য শুনে মামলাটি গ্রহণ করেছেন।চট্টগ্রাম : নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রণি চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে মামলাটি দায়ের করেছেন। মামলায় নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমুসহ চার নেতাকে সাক্ষী করা হয়েছে। মামলাটি গ্রহণ করে আদালত আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।এছাড়া কুমিল্লার আদালতেও একটি মামলা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর লন্ডনে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে রাজাকার বলে অভিহিত করেন তারেক রহমান। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একাধিকবার ‘রং হেডেড ও দখলদার’ বলে উলে­খ করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান। তিনি বলেন, ‘আর দখলদার রং হেডেড শেখ হাসিনা যখনই বিপদে পড়েন, জনগণকে ধোঁকা দিতে মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দেয়। আওয়ামী লীগকে দেখামাত্র রাজাকার’ বলার পরামর্শ দেন তিনি।

Advertisement