খেলাধুলা

টেবিল টপার থেকে পরপর ৩ ম্যাচে হেরে বিদায়, হতাশ সোহান

প্রথম ১১ খেলায় ৯ জয়। তারপর রবিন লিগের ফিরতি পর্বে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হার দিয়ে ছন্দপতন শুরু। তারপর আবার কুমিল্লার সঙ্গে প্রথম কোয়ালিফায়ারে হার।

Advertisement

এবার ফরচুন বরিশালের কাছে দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে বিদায়। রংপুর রাইডার্সের এমন করুণ পরিণতি দেখে চরম হতাশ ভক্ত ও সমর্থকরা। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সবার আগে সুপার ফোরে উঠেও কেন এমন বিদায় সাকিব-সোহানদের?

প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লার কাছে হারলেও ১৮৫ রানের বড়সড় পুঁজি ছিল। বুধবার তার চেয়েও অনেক কম ১৪৯ রানে থেমে যাওয়া। এই ব্যাটিং ব্যর্থতার কারণেই কি এমন করুণ পরিণতি রংপুর রাইডার্সের? নাকি বরিশাল বোলাররা অনেক বেশি ভালো বোলিং করে শুরুতেই রংপুরকে ব্যাকফুটে ঠেলে দিয়েছেন? উইকেটের আচরণে কি কোনো সমস্যা ছিল? খেলা শেষে সংবাদ সম্মেলনে এমন সব প্রশ্নের মুখোমুখি হয়ে হতাশ রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহানের অকপট স্বীকারোক্তি, 'আসলে আমরা শেষ তিন ম্যাচে দল হিসেবে মোটেই ভালো খেলিনি। খারাপ ক্রিকেট খেলেছি।'

বরিশালের কাছে হারা ম্যাচের পোস্টমর্টেম করে রংপুর ক্যাপ্টেন সোহানের ব্যাখ্যা, 'আসলে ১৪৯ রানের পুঁজিটা মোটেই যথেষ্ট ছিল না। আমরা শুরুতে পাওয়ার প্লেতে রানও করতে পারিনি। উইকেটও হারিয়েছি অনেক বেশি।'

Advertisement

সোহান যোগ করেন, 'শেরে বাংলার পিচে নতুন বল পাওয়ার প্লেতে সিম মুভমেন্ট হয়। আজও হয়েছে। আমরা ওই সময়টা ভালোমতো সামাল দিতে পারিনি। টিম হিসেবে আমরা খারাপ খেলেছি। দলের জন্য সময়মতো অবদান রাখতে পারিনি কেউ।'

রংপুর রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি তথা বসুন্ধরা গ্রুপের প্রশংসা করে সোহান বলেন, 'আমাদের ফ্র্যাঞ্চাইজির জন্য খুব খারাপ লাগছে। আমরা দুঃখিত। তারা ১০০ থেকে ১২০ পার্সেন্ট চেষ্টা করেছেন, সবরকম লজিস্টিক সাপোর্ট দিয়ে। আমরাই প্রতিদান দিতে পারলাম না।'

এআরবি/এমএমআর/এমএসএম

Advertisement