খেলাধুলা

বাঁচামরার ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ সাকিব

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ, যে দল হারবে তারাই বিদায় নেবে। বাঁচামরার এ লড়াইয়ে আবার মুখোমুখি সাকিব আল হাসান আর তামিম ইকবাল। রংপুর রাইডার্স আর ফরচুন বরিশালের ম্যাচ ছাপিয়ে যেন এটি সাকিব-তামিমের লড়াইও।

Advertisement

সে লড়াইয়ে ব্যাট হাতে ব্যর্থ সাকিব। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে গেছে রংপুর রাইডার্স।

বরিশালের পরিকল্পনা ভেস্তে দিতে রনি তালুকদারের সঙ্গে ওপেন করতে পাঠানো হয় শেখ মেহেদি হাসানকে। মেহেদি সুবিধা করতে পারেননি। ৫ বলে ২ রান করে ইনিংসের দ্বিতীয় ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে উইকেটরক্ষক মুশফিককে ক্যাচ দিয়েছেন এই অলরাউন্ডার।

ওই ওভারেই সাইফউদ্দিন তুলে নিয়েছেন সাকিবের মহাগুরুত্বপূর্ণ উইকেটটি। ৪ বলে ১ রান করে সাকিবও সাইফউদ্দিনের সুইংয়ে পরাস্ত হয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়েছেন। ১০ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে রংপুর।

Advertisement

এমএমআর/এমএস