ধর্ম

মাথা মুণ্ডন করলে কি অজু বাতিল হয়ে যায়?

অজু করার পর মাথার চুল ছাটলে বা মুণ্ডন করলে অজুর মাসাহ বাতিল হয় না, অজুও বাতিল হয় না। তাই নতুন করে অজু করার বা মাথা মাসাহ করার প্রয়োজন নেই।

Advertisement

একইভাবে অজু করার পর নখ বা দাড়ি-গোঁফ কাটলেও অজুর ক্ষতি হয় না। হাসান বসরি (রহ.) থেকে বর্ণিত রয়েছে তাকে এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল যে কেউ অজু করার পর চুল বা নখ কাটলে তার অজুর ক্ষতি হয় না, নতুন করে অজু করতে হবে কি না। তিনি বলেছিলেন, এ সব কারণে অজুর কোনো ক্ষতি হয় না। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ৫৭৬)

ওএফএফ/এমএস

Advertisement