জাতীয়

ভাসানচরে বিস্ফোরণ: দগ্ধ আরও এক রোহিঙ্গা শিশুর মৃত্যু

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক শিশুর মৃত্যু হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এ নিয়ে সিলিন্ডার বিস্ফোরণে চার শিশুর মৃত্যু হলো।

Advertisement

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিশুর নাম সোহেল (৫)। সে ক্যাম্পের ৮১ নং ক্লাস্টারের আজিজুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, ‘ভোরে দগ্ধ আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বিস্ফোরণে তার শ্বাসনালীতে পুড়ে গিয়েছিল।’

Advertisement

এর আগে শিশু রাসেল (৩), মোবাশ্বেরা (৩) ও রবিউলের (৫) মৃত্যু হয়। শনিবার সকালে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নং ক্লাস্টারের আব্দুর শুকুরের কক্ষের বারান্দায় থাকা গ্যাসের সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে। এতে ৫ শিশুসহ ৯জন দগ্ধ হয়। পরে অন্যান্য ক্লাস্টারের বাসিন্দারা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করে।

প্রথমে ৯ জন অগ্নিদগ্ধকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাকিরা হলেন , ৮১নং ক্লাস্টারের আবদুল হাকিমের ছেলে বশির উল্যাহ (১৫), আবদুর শুক্কুরের মেয়ে রশিদা (৩), আজিজুল হকের মেয়ে জোবায়েদা (১১), আমেনা খাতুন (২৪), মোহাম্মদ তৈয়বের ছেলে সফি (১২)

এএজেড/এসএনআর/জেআইএম

Advertisement