এখন থেকে ‘নগদ’-এর মাধ্যমে সবধরনের ফি দিতে পারবেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। সম্প্রতি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে। ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুন নুর দুলাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।
Advertisement
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চুক্তির বিষয়ে ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন, ‘সরকারের ক্যাশলেস সোসাইটি গঠনের প্রক্রিয়াকে এগিয়ে নিতে নগদ কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আমরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তি করেছি। এখন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা ‘নগদ’-এর মাধ্যমে যেকোনও জায়গা থেকে যেকোনও ফি দিতে পারবেন। ফতে একদিকে যেমন সময় সাশ্রয় হবে, অপরদিকে ক্যাশলেস লেনদেনও বাড়বে।’
এসময় চুক্তি সই অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, ‘নগদ’-এর চিফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার শেখ শাবাব আহমেদসহ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
Advertisement
এমএএইচ/