ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে আগুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন পাশের কক্ষের শিক্ষার্থীরা।

Advertisement

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে হলের ১৪৪ নম্বর কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

১৪৪ নম্বর কক্ষে অবস্থানরত বাংলা বিভাগের শিক্ষার্থী রাব্বিউল হাসান শান্ত বলেন, ‘যখন আগুন লাগে তখন আমি ডিপার্টমেন্টে ছিলাম। ডিপার্টমেন্টে যাওয়ার আগে চেয়ারের ওপর একটি মাল্টিপ্লাগ রেখে গিয়েছিলাম। ওইখান থেকে শর্টসার্কিট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে পাশের রুমের জুনিয়র এসে আগুন নিভিয়ে ফেলে। আগুনে আমার বিছানা, বইপত্র ও একটি গিটার পুড়ে গেছে।’

পাশের কক্ষে থাকা তামজীদ ও নাজমুল হাসান বলেন, ‘কক্ষের পাশ দিয়ে যাওয়ার সময় অগুন দেখতে পাই। পরে তালা ভেঙে আগুন নেভানোর ব্যবস্থা করি।’

Advertisement

সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট ড. শিপক কৃষ্ণ দেবনাথ জাগো নিউজকে বলেন, ওই কক্ষে থাকা শিক্ষার্থীদের অসচেতনতার কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কক্ষ থেকে যাওয়ার আগে মাল্টিপ্লাগ নিভিয়ে না যাওয়ায় সেটি অতিরিক্ত গরম হয়ে আগুন লেগে যায়।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে জানান হাটহাজারী থানা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল।

আহমেদ জুনাইদ/এসআর/এমএস

Advertisement