দেশজুড়ে

কৃষি জমির মাটি কাটায় ইট ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

কৃষি জমির মাটি কাটার অপরাধে এক ইট ব্যবসায়িকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী এলাকার মেসার্স আড়িয়াল খাঁ ব্রিকসে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মো. কায়েসুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে ইট তৈরির কাজে ব্যবহার করার অপরাধে মেসার্স আড়িয়াল খাঁ ব্রিকসের ম্যানেজার মো. নুরুল ইসলামকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে কায়েসুর রহমান বলেন, ইটভাটাতে কৃষি জমির মাটি কেটে ইট তৈরির কাজে ব্যবহার করার অপরাধে মেসার্স আড়িয়াল খাঁ ব্রিকসের ম্যানেজার মো. নুরুল ইসলামকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

আয়শা সিদ্দিকা আকাশী/এনআইবি/এএসএম

Advertisement