শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৭ দিনব্যাপী বিশেষ নাটক 'সিদ্ধান্ত' প্রদর্শিত হবে।
Advertisement
বুধবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে ৫ মার্চ পর্যন্ত নাটকের প্রদর্শনী চলবে। বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডলে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ইস্রাফীল শাহিনের নির্দেশনায় বিভাগের শিক্ষার্থীরা অভিনয় করবে।
থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারপারসন কাজী তামান্না হক সিগমা বলেন, আমাদের বিভাগ জ্ঞান ও সাংস্কৃতিক চর্চায় প্রতিনিয়ত দক্ষতার সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক অবয়বে নাট্য প্রদর্শনীর আয়োজন করছে। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭ টায় সাত দিনব্যাপী নাটমন্ডল মিলনায়তনে 'সিদ্ধান্ত' নাটকটি মঞ্চস্থ হবে। এছাড়া মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় গণমাধ্যম কর্মীদের জন্য নাটকটি বিশেষ মঞ্চায়নের ব্যবস্থা করা হয়েছে।
এনএস/এসআইটি/জিকেএস
Advertisement