চালব ছাড়াই একটি মালবাহী ট্রেন ৭০ কিলোমিটার চলে যাওয়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের রেলওয়ে কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগামধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ট্রেনটিকে বেশ কয়েকটি স্টেশন দ্রুত গতিতে পার হতে দেখা গেছে।
Advertisement
জানা গেছে, গত রোববার (২৫ ফেব্রুয়ারি) জম্মু ও কাশ্মীরের কাঠুয়া থেকে পাঞ্জাবের হোশিয়ারপুর জেলা পর্যন্ত ট্রেনটি চালক ছাড়াই চলে যায়।
সেটি থামানোর পর রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে, এ ঘটনায় কেউ আহত হননি।
৫৩ ওয়াগনের ট্রেনটি চিপ পাথর নিয়ে জম্মু থেকে পাঞ্জাব যাচ্ছিল। যাত্রাপথে ক্রু পরিবর্তনের জন্য কাঠুয়ায় থেমেছিল সেটি।
Advertisement
কর্মকর্তারা বলছেন, চালক ও তার সহকারী নেমে যাওয়ার পর ট্রেনটি একাই ঢালু রেলপথ বেয়ে নামতে শুরু করে।
একপর্যায়ে সেটি প্রায় ১০০ কিলোমিটার গতিতে চলতে শুরু করে এবং থামার আগে অন্তত পাঁচটি স্টেশন অতিক্রম করে।
চালক ছাড়াই ট্রেন আসার খবর পেয়ে কর্মকর্তারা ওই পথের রেলক্রসিংগুলো বন্ধ করে দেন।
ভারতীয় রেল কর্মকর্তারা বার্তা সংস্থা পিটিআই'কে জানিয়েছেন, এক লোক ট্রেনটি থামানোর জন্য রেলপথের ওপর কাঠের ব্লক রেখে দিয়েছিলেন। সেগুলোই ট্রেনটির গতি কমাতে সাহায্য করেছিল।
Advertisement
ট্রেনটি ঠিক কী কারণে চলতে শুরু করেছিল সেটি জানতে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।
সূত্র: বিবিসিকেএএ/