খেলাধুলা

নতুন বউ নিয়েই আইপিএল খেলতে যাবেন মিলার

বিপিএলে বেশ খোশ মেজাজেই খেলতে এসেছেন দক্ষিণ আফ্রিকার ডেভিড অ্যান্ড্রু মিলার। কারণ, আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন এই প্রোটিয়া ক্রিকেটার।

Advertisement

আইপিএলের আগের আসরগুলোতে নিজে একাই এসেছিলেন মিলার। তবে তার সঙ্গে থাকবে চমক। আগামী ৩০ মার্চ বিয়ে করতে যাচ্ছেন ৩৪ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার। তার আশা, নতুন সহধর্মিনীকে নিয়েই ভারতের সাড়া জাগানো ফ্র্যাঞ্চাইজিতে খেলতে যাবেন তিনি।

আগামীকাল সোমবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচটি মিলারের কাছে কেয়ার্টার ফাইনাল। সে ম্যাচ থেকে কী আশা করছেন?

জানতে চাইলে মিলার বলেন, ‘কালকের ম্যাচটা বড় ম্যাচ হতে যাচ্ছে। অবশ্যই কোয়ার্টার ফাইনালের মতো। টুর্নামেন্টজুড়ে ছেলেরা (ফরচুন বরিশাল) ভালো খেলেছে। আমি অনেকটা দেরিতে এসেছি। চাইবো, দলকে যতটা সম্ভব দিতে। আমি তরুণদের শিখাবো। তারা আমার থেকে শিখবে। যেন সবাই মিলে ভালো খেলতে পারি। দল যে ধারায় আছে, আমি দলে এসেছি, এখন আমি চাইবো সেটা যেন ধরে রাখতে পারি।’

Advertisement

আইপিএলে মিলারের বর্তমান দল গুজরাট টাইটান্স। এর আগে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়েও খেলেছেন অনেকদিন। এই দুই দলে খেলার মাঝে পার্থক্যটা কী?

জানতে চাইলে রসিকতা করে মিলারের জবাব, ‘আসল পার্থক্য হলো, নিজেকে ভিন্ন দল, ভিন্ন কোচের অধীনে দেখতে পাওয়া।’

কিংস ইলেভেনের সময়কার কথা ব্যাখ্যা করতে গিয়ে মিলার বলেন, ‘সেখানে আমি ১০ বছর কাটিয়েছি। অনেক কিছু শিখেছি। আমার ক্যারিয়ারের ভালো সময়টার পার করেছি পাঞ্জাবে।’

অন্যদিকে গুজরাট সম্পর্কে মিলার বলেন, ‘গুজরাট অসাধারণ একটা দল। প্রথম বছর শিরোপা জিতলো। দ্বিতীয় বছর ফাইনালে খেললো। দুই দলের ভিন্নতা আমি উপভোগ করেছি। পার্থক্য করতে বললে বলবো, শুধু দুটো আলাদা পরিবেশ আরকি।’

Advertisement

এআরবি/এমএইচ/জেআইএম