তথ্যপ্রযুক্তি

বন্ধ হচ্ছে না জি-মেইল, জানালো গুগল

ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কাজে মেইল ব্যবহার করছেন সবাই। অনেকেই অন্যান্য সোশ্যাল মিডিয়া বা মেসেজিং প্ল্যাটফর্ম থেকে মেইলকে বেশি নিরাপদ মনে করেন।

Advertisement

আর মাত্র ছয় মাস। তারপরই নাকি বন্ধ হতে চলেছে জি-মেইল! এমন খবরেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। এবার এই জল্পনায় ইতি টানলো গুগল। গুগল এক বিজ্ঞপ্তিতে জানায়, অদূর ভবিষ্যতে জি-মেইল বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই। অর্থাৎ এই প্ল্যাটফর্মে আগের মতোই ই-মেইল পরিষেবা পাবেন গ্রাহকরা।

এখন প্রশ্ন আসতে পারে তাহলে কেন শুরু হলো এমন গুঞ্জন? মূলত সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে একটি স্ক্রিনশট। যেখানে দেখা যায়, একজন জি-মেইল ব্যবহারকারীকে ই-মেইলটি করা হয়েছে। সেখানেই উল্লেখ করা হয়েছে যে আগামী পহেলা আগস্টের পর বন্ধ হয়ে যাচ্ছে জি-মেইল। ওই তারিখের পর থেকে আর ই-মেইল পাঠানো যাবে না। কোনো ই-মেইল ঢুকবেও না। এমনকি স্টোরেজও ফাঁকা হয়ে যাবে।

আরও পড়ুন• জি-মেইলে জরুরি মেইল আর্কাইভ করতে পারবেন

Advertisement

দীর্ঘদিনের পথচলার কথা উল্লেখ করে নিজেদের গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে জি-মেইল। এমন স্ক্রিনশটই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর তারপরই শুরু হয় চর্চা। লাখ লাখ জি-মেইল ব্যবহারকারীদের কপালে ভাঁজ পড়ে। অনেকে দাবি করেন, যেহেতু গুগলের এআই ইমেজ টুল জেমিনি সম্প্রতি বিরাট বিতর্কে জড়িয়েছিল। সেই কারণেই হয়তো জি-মেইল বন্ধের সিদ্ধান্তের পথে এগিয়েছে গুগল। কিন্তু শুক্রবার সব জল্পনায় জল ঢেলে এক্স হ্যান্ডেলে জানিয়ে দিয়েছে, ‘জি-মেইল এখানে থাকতে এসেছে।’

গত বছর সেপ্টেম্বরেই গুগল জানিয়েছিল, জি-মেইলের ‘এইচটিএমএল’ ভার্সনটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু আগের মতোই জি-মেইলে সব পরিষেবা পাবেন ব্যবহারকারীরা। তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই।

আরও পড়ুন• জি-মেইলের পাসওয়ার্ড ভুলে গেলে যা করবেনঅবাঞ্ছিত ই-মেইল থেকে মুক্তি পাবেন যেভাবে

সূত্র: লাইভমিন্ট

Advertisement

কেএসকে/এমএস